গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্টিত

ঐতিহ্যবাহী গোলাপগন্জ উপজেলার প্রবাসীদের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর নব নির্বাচিত কার্যকরী কমিটির (২০২১–২০২৩) প্রথম সভা, গত ৫–১০–২০২১ ইং রোজ মঙ্গলবার লন্ডনের রোমফোর্ড রোডস্থ দি গ্রিল রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী জনাব আলহাজ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনজুর আহমদ শাহনাজের পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য জনাব শাহীন আহমদ ।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতির মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব আবুল কালাম। তিনি তার বক্তবের শুরুতে নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্যদের স্বাগত জানান এবং তার নেতৃত্বাধীন কমিটিকে নির্বাচিত করার জন্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে বৃটেনের কমিউনিটি সংগঠন গুলির মধ্যে অন্যতম একটি বৃহৎ সংগঠন। অতীতের ন্যায় এবারও সংগঠনটি তার কার্যক্রমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হবে। সংগঠনটি আগামীতে কিভাবে পরিচালিত হবে এবং গোলাপগঞ্জ উপজেলার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে তার উপর মতামত ও প্রস্তাব তুলে ধরার জন্য কার্যকরী কমিটির সদস্যদের প্রতি আহবান জানান।
উপস্তিত সকলের আলোচনার ভিত্তিতে অনেকগুলো প্রস্তাব উত্থাপিত হয়। তন্মধ্যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ”গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে” এর নামে ইউকেতে একটি নিজস্ব প্রপার্টি কেনার পক্ষে সবাই মতামত ব্যক্ত করেন এবং তাহা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। সভায় প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা হয় এবং এই ব্যাপারে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে কার্যকরী কমিটির সকল সদস্য ও এর শুভাকাঙ্খীদের সাথে আরও বিশদ আলোচনার মাধ্যমে কর্মপন্থা চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান, চ্যারিটি রেজিস্ট্রেশন, সংগঠনের সদস্য বৃদ্ধি এবং সদস্যদের পরিচয়পত্র প্রদান, সংগঠনের কার্যক্রমের প্রচার প্রচারণা বৃদ্ধি, প্রতিবারের ন্যায় গৃহহীনদের জন্য গৃহ নির্মান, রমজান মাসে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন, সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি ও জোরদার করার লক্ষে আনন্দ ভ্রমন ও স্পোর্টস ইভেন্ট আয়োজন, চক্ষু শিবিরের আয়োজন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বৃত্তি বিতরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ–সভাপতি জনাব সেলিম আহমদ ও মোরশেদ আলম চৌধুরী রাহী, কোষাধ্যক্ষ জনাব হাসান আহমেদ, সহ–সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব আকতার হোসেন বাবুল, সহ সংগঠনিক সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জহুরুল ইসলাম সামুন, সদস্য–বিষয়ক সম্পাদক জনাব ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক জনাব মিকাইল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য জনাব আফসারুল ইসলাম, জনাব সাদেক আহমেদ, জনাব শাহীন আহমেদ ও জনাব রফি আহমেদ চৌধুরী শিবা প্রমুখ।
সাধারন সম্পাদক মনজুর আহমদ শাহনাজ সংগঠনের সকল সদস্যদের নিয়ে আগামী দিনে যে কোন পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। কোষাধ্যক্ষ জনাব হাসান আহমেদ গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে কর্তৃক গৃহীত সকল পদক্ষেপের প্রতি সকলের সহযোগিতা কামনা করেন ।
সভাপতি তার সমাপনী বক্তব্যে প্রস্তাবিত সকল প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি তার দিকনির্দেশনা মূলক বক্তব্যে কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করেন এবং তাহা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন । পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং হেল্পিং হেন্ডস্ এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।